বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

রোস্তভ থেকে কাদিরভের বিশেষ বাহিনী সরালো মস্কো

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪২ বার
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

ওয়াগনারের ভাড়াটে বাহিনীকে মোকাবিলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে চেচেনের বিশেষ ফোর্স মোতায়েন করেছিল মস্কো। এক কমান্ডারের বরাতে রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, রোস্তভে মোতায়েন চেচেন যোদ্ধাদের প্রত্যাহার করে নিয়েছে ক্রেমলিন।
রমজান কাদিরভের বিশেষ বাহিনী ‘আখমত’। ২০০৭ সাল থেকে চেচেন রিপাবলিকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কাদিরভ। ইউক্রেন যুদ্ধে পুতিনের হয়ে কাজ করছে তার বাহিনী।
শনিবার ওয়াগনারের প্রায় ২৫ হাজার যোদ্ধা নিয়ে রাশিয়ায় প্রবেশ করে দলটির প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভজেনি প্রিগোজিন। তিনি জানান, মস্কোর সামরিক নেতৃত্বের পতন ঘটানো তাদের মূল লক্ষ্য ছিল।
তাদের ঠেকাতে রোস্তভ অঞ্চলে কাদিরভের চেচেন যোদ্ধাদের নামানো হয়। কিন্তু তাদের সঙ্গে ওয়াগনার বাহিনীর কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে মস্কোর অভিমুখ থেকে ফিরে গেছে প্রিগোজিনের যোদ্ধারা। পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্ডোর লুকাশেঙ্কোর সঙ্গে একটা সমঝোতার পরই এমন ঘোষণা দেন ওয়াগনার প্রধান।
এদিকে ওয়াগনার বাহিনী রাশিয়ার দক্ষিণ ভোরোনেজ অঞ্চল ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সেখানকার রুশ গভর্নর আলেক্সন্ডার গুসেভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর