রাসায়নিক অস্ত্রের ব্যবহার ‘যুদ্ধের প্রকৃতি বদলে দেবে’: ন্যাটো প্রধান

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার যুদ্ধে প্রকৃতি একেবারে বদলে দেবে। এমন কিছু হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ভয়াবহ বিপজ্জনক। বৃহস্পতিবার ব্রাসেলসে তিনি এসব কথা বলেন। বিবিসি
ন্যাটো মহাসচিব বলেছেন, ইউক্রেন ও দেশটির মিত্ররা রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া যে অভিযোগ তুলছে তাতে উদ্বিগ্ন তিনি। তার আশঙ্কা, অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাশিয়া এমন অস্ত্র ব্যবহারের অজুহাত তৈরি করছে। স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেন ও ন্যাটো মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার এই অভিযোগ মিথ্যা।
রাসায়নিক অস্ত্র ব্যবহারে শুধু যে ইউক্রেনে মানুষ আক্রান্ত হবে তা নয়, বিষাক্ততা ছড়িয়ে পড়ার কারণে ন্যাটোভুক্ত দেশগুলোর মানুষের প্রাণহানি হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। ন্যাটো মহাসচিব উল্লেখ করেছেন, রাশিয়া অতীতে রাসায়নিক এজেন্ট ব্যবহার করেছে- যুক্তরাজ্যের সালিসবারিতে। তিনি বলেছেন, বিষয়টি যুদ্ধ বন্ধের গুরুত্বকে সামনে তুলে ধরছে। এটি একটি বিপজ্জনক পরিস্থিতি।