শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি গ্রহণযোগ্য ইসি গঠন করবেন : ওবায়দুল কাদের

ভয়েস বাংলা প্রতিবেদক / ১৬৯ বার
আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন।

পদ্মা সেতু প্রকল্পের মাওয়া প্রান্তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়া প্লটের দলিল হস্তান্তরকালে তিনি একথা বলেন। সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং পদ্মা সেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন।

বিএনপি নেতাদের তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছেন। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি না করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর