শিরোনাম :
রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইউক্রেন এখনও প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুচা এবং অন্যান্য শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার মধ্যেই এমন কথা বললেন তিনি।
অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন সব সময় বলে আসছে আলোচনার জন্য প্রস্তুত এবং চলমান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছে। তার আগে বুচা শহর পরিদর্শন করেন জেলেনস্কি।
সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের বুচা শহরে ছেড়ে যাওয়ায় আবারও নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা। তখনই শহরের বিভিন্ন জায়গায় শতাধিক বেসামরিক নাগরিকদের মরদেহ শনাক্ত করে। কিয়েভ অভিযোগ করেছে, রাশিয়ান সেনারা বুচা শহরে গণহত্যা চালিয়েছে। তা অস্বীকার করে ইউক্রেন সরকারের সাজানো নাটক বলছে মস্কো।
রাশিয়ান সেনারা কিয়েভে, চেরনেহিভসহ বেশ কিছু অঞ্চল ছেড়ে গেছে। এখন পূর্ব ইউক্রেনে মনোনিবেশ করবে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনী নতুন করে হামলা প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ জেলেনস্কির। সূত্র: আল জাজিরা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর