মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

রাশিয়ার ওপর ‘বিশাল’ ড্রোন হামলা ব্যর্থ করার দাবি মস্কোর

রিপোর্টার / ৬ বার
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি ‘বিশাল’ ড্রোন হামলা এবং রাজধানী লক্ষ্য করে আরেকটি হামলা ব্যর্থ করে দিয়েছে। মস্কোর আঞ্চলিক গভর্নর আলেকসান্দ্র বোগোমাজ রবিবার বলেছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলের ভূখ-ে একটি বিশাল ইউএভি আক্রমণ প্রতিহত করছে।
বোগোমাজ টেলিগ্রামে বলেছেন, রাশিয়ান সামরিক বাহিনী কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই অন্তত ২৬টি ড্রোন ‘শনাক্ত ও ধ্বংস’ করেছে।
আঞ্চলিক গভর্নর বলেন, ২১শে আগস্ট সেনাবাহিনী ইউক্রেনের একটি ‘গোপন-নাশকতা গোষ্ঠী’র ব্রায়ানস্কে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
রাশিয়ার পার্শ্ববর্তী কুরস্ক গত ৬ আগস্টের পর ইউক্রেনের হামলায় আক্রান্ত হয়।
মস্কো মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রোববার রাতে রাজধানীতে উৎক্ষেপণ করা পাঁচটি ড্রোন রুশ বাহিনী বিকল করে দিয়েছে। সোবিয়ানিন মস্কোর বিরুদ্ধে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলার এক সপ্তাহেরও বেশি সময় পরে এই হামলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এতে ১১টি বিমান ধ্বংস হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর