রাত পোহালেই কোপা আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই

লাতিন অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা শুরু হচ্ছে কাল। শুক্রবার ভোর ৬টায় জর্জিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আার্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠছে।
৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। সাধারণত দক্ষিণ আমেরিকাতেই অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্ট। কিন্তু ২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফলে বিশ্বকাপ সামনে রেখে কোপার এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে।
২০২৪ কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি:
‘এ’ গ্রুপ- আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
‘বি’ গ্রুপ- মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা
‘সি’ গ্রুপ- যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
‘ডি’ গ্রুপ: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা।