শিরোনাম :
যে নির্দেশনা দিয়েছি, সেটিই বাস্তবায়ন হবে: শ্রম সচিব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের চলতি এপ্রিল মাসের অন্তত ১৫ দিনের বেতন দেওয়ার জন্য বলা হয়েছে। এটা সবাই কম্প্লায়েন্স করবে। রবিবার (১৭ এপ্রিল) শ্রমিকদের ঈদের বেতন-বোনাস বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
সচিব জানান, শ্রমিকরা আলাদা করে বকেয়ার জন্য দাবি করছেন, সে বিষয়গুলো নিয়ে খোঁজ খবর করছি। আমাদের ইন্সপেক্টরসহ সব জায়গায় কড়া নজরদারি রয়েছে। এটা নিয়েই আমরা এখন ব্যস্ত। কিন্তু শ্রমিকরা অনেকেই চলতি এপ্রিলের বেতন পুরোটা চাচ্ছেন, এটা ঠিক নয়। কারণ, আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি। যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি বাস্তবায়ন হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর