বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

যেসব নাম এসেছে তাতেই শক্তিশালী ইসি গঠন সম্ভব: কৃষিমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ১১৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

বিএনপি নাম জমা না দিলেও সার্চ কমিটিতে যাদের নাম এসেছে, তাতে ভালো একটি নির্বাচন কমিশন গঠন সম্ভব বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি সিলেট সার্কিট হাউজে সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজীর আলম, সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট অঞ্চলের ডিএইর অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।

কৃষিমন্ত্রী বলেন, আমরা আশা করি সার্চ কমিটি এমন যোগ্য ব্যক্তিদের নাম জমা দেবে, যেখান থেকে আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন পাবো। যে কমিশন জাতির প্রত্যাশা অনুযায়ী দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনা করবে, যা বিশ্বে প্রশংসিত হবে।

ড. রাজ্জাক আরও বলেন, নির্বাচন বর্জন করে, আন্দোলন করে বিএনপি তাদের ক্ষতি করেছে, জাতির ক্ষতি করেছে। যেকোনও বিষয়ে  আলোচনা-সংলাপের বিকল্প নেই। ইউক্রেন নিয়ে এত উত্তেজনার মাঝেও পুতিন ও বাইডেন কথা বলেছেন। আর বিএনপি সংলাপ-আলোচনা বর্জন করে যাচ্ছে, যা অরাজনৈতিক ও অগণতান্ত্রিক আচরণ। পরে কৃষিমন্ত্রী কৃষিযন্ত্র তৈরির স্থানীয় প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, সরকার স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে গুরুত্ব দিচ্ছে। স্থানীয়ভাবে যন্ত্র তৈরি হলে কৃষকেরা কম দামে যন্ত্র পাবে ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে। সেজন্য আমরা স্থানীয় প্রতিষ্ঠানকে আরও সুযোগসুবিধা দেবো এবং ধীরে ধীরে কৃষিযন্ত্র আমদানি নিরুৎসাহিত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর