যুগান্তরের হাবিবুর রহমান খান মারা গেছেন

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাবিবুর রহমান খান জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান খানের স্ত্রী ফারজানা মাহমুদ সনি। তিনি জানান, বিকাল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। পরে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে সেখানে দ্বায়িত্বরত চিকিৎসকরা জানান তিনি আর নেই।
মৃত্যুকালে হাবিবুর রহমান খান স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এদিকে হাবিবুর রহমান খানের চলে যাওয়ায় শোকাহত তার বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন। বিএনপি বিটের পরিচিত সাংবাদিক ছিলেন তিনি।