যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের দায়িত্ব কী

ব্রিটেনের সিটি মিনিস্টার নিযুক্ত হওয়া টিউলিপ সিদ্দিক আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। ব্রেক্সিট, ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে অর্থনৈতিকভাবে চাপের মুখে থাকা ব্রিটেনের অর্থনীতি খাতের পুনর্গঠন নতুন লেবার সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি।
গত সপ্তাহে নির্বাচনে ভূমিধস বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেন। এবারের মন্ত্রিসভা গঠনের শুরু থেকে মূলত মন্ত্রীদের কাজ করার যোগ্যতাকে প্রাধান্য দিয়ে পদায়ন করে আসছিলেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যের সিটি অব লন্ডন এবং বৃহত্তর আর্থিক পরিষেবা শিল্পের দায়িত্বশীল সিটি মিনিস্টারের পদটির দায়িত্বগুলোর মধ্যে আর্থিক প্রযুক্তির নিয়ন্ত্রণ, ক্রিপ্টো সম্পদ এবং ঋণ ব্যবস্থাপনা নীতি অন্তর্ভুক্ত। সিটি মিনিস্টারের পদ হলো যুক্তরাজ্য সরকারের মধ্যম স্তরের মন্ত্রীর পদ।
‘সিটি মিনিস্টার’ পদটি গর্ডন ব্রাউন ২০০৮ সালে সৃষ্টি করেন। লর্ড মাইনার্স ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন।
৪১ বছর বয়সী টিউলিপ একজন পেশাদার রাজনীতিবিদ। দলের ভেতরে একজন প্রজ্ঞাবান মেধাবী রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত। ছায়া সিটি মিনিস্টার হিসেবে লেবার পার্টি বিরোধী দলে থাকা অবস্থায় দায়িত্ব পালন করেন টিউলিপ। দল ক্ষমতায় আসার পর এ পদেই মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।
স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম এমপি ফয়সল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, টিউলিপ সামনে আরও বড় জায়গায় যাবেন। রোশানারা আলীও নতুন দায়িত্ব পেয়েছেন। তাদের নিয়ে আমরা গর্বিত।