বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

মেসিকে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর্জেন্টাইন সমর্থকদের

ভয়েস বাংলা রিপোর্ট / ৬৭ বার
আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

মেসিকে ঘিরেই এখন তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে আর্জেন্টাইন সমর্থকেরা। মেসির কাঁধে ভর করেই ৩৬ বছর ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ ভুলতে চান তাঁরা। আগুয়েরোও মনে করেন মেসি দারুণ কিছু করবেন।

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে এখন কাতারে আর্জেন্টিনা

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে এখন কাতারে আর্জেন্টিনা
ছবি: এএফপি

এমনকি মেসির শতভাগ না পেলেও আর্জেন্টিনা ভালো কিছু করবে বলে মন্তব্য করেছেন আগুয়েরো, ‘ধীরে ধীরে এই দলের সঙ্গে মেসি নিজেকে মানিয়ে নিয়েছে। মেসি যদি শতভাগ খেলতে পারে, সেটা (প্রতিপক্ষের জন্য) বিধ্বংসী ব্যাপার হবে। তবে মেসি ৬০-৭০ শতাংশ খেলতে পারলেও সেটাও আর্জেন্টিনার জন্য কার্যকর হবে। কারণ, দল তাকে দারুণভাবে সাহায্য করবে। যেটা আগে খুব বেশি দেখা যায়নি। এই দল দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। তাই তাকে সব সময় শতভাগ না দিলেও চলবে।

বিশ্বকাপে মেসির সতীর্থ হয়েই থাকার কথা ছিল আগুয়েরোর। কিন্তু হৃদ্‌রোগ কেড়ে নিয়েছে এই ফুটবলারের স্বপ্ন। গত বছর হৃদ্‌রোগ ধরা পড়ায় অকালেই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড। এই বিশ্বকাপ দিয়ে আরও অনেক তারকার বিশ্বকাপ অভিযান শেষ হবে। যেখানে সম্ভাব্য তালিকায় আছেন মেসিও। তাই কাতারেই মেসির হাতে কাপ দেখতে উন্মুখ তাঁর ভক্ত আর আর্জেন্টিনার সমর্থকেরা।

টানা ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা

টানা ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা
ছবি: এএফপি

একই স্বপ্ন বোনা আগুয়েরো বলেছেন, এই বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের জন্য শেষ বিশ্বকাপ। যেখানে মেসিও আছেন। মানুষের অনেক প্রত্যাশা। তবে সর্বোচ্চ চাওয়া হচ্ছে কাপটা নিয়ে আসা। লিও (মেসি) আমাদের রোমাঞ্চিত করছে।

বিশ্বকাপে কোন কৌশলে আর্জেন্টিনা খেলতে পারে, তা নিয়েও কথা বলেছেন আগুয়েরো। তাঁর কথা, ‘আর্জেন্টিনা সব সময় বল দখলে রেখে খেলা দল ছিল। তবে এখন এটি এমন দল, যারা খুব বেশি আক্রমণে যায় না। স্কালোনি সব কিছু বদলে দিয়েছে। আর্জেন্টিনা দলে এখন ভালো খেলোয়াড় আছে। খেলোয়াড়েরা এখন খুব বেশি বল ধরে রাখে না, যখন রাখে তখন প্রতিপক্ষকে ভালোই বিপদে ফেলতে পারে।

দল কীভাবে একে অপরকে সাহায্য করতে পারে, তা ব্যাখ্যা করতে গিয়ে আগুয়েরো বলেছেন, কোচ চারজনের একটি লাইন তৈরি করেন, যারা সামান্যই ওপরে ওঠে। এটা মেসিকে সাহায্য করে। কারণ, দলের রক্ষণ খুব ভালো অবস্থায় থাকে। তারা একে অপরকে সহায়তা করে। এই দলে সম্ভবত ১১ জন বিধ্বংসী খেলোয়াড় নেই। তবে সহায়তা করতে পারে, এমন কিছু বেশ ভালো খেলোয়াড় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর