শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

মাস্টারপাড়ার মুজিব উদ্যানে শায়িত হবেন জয়নাল হাজারী

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর জানাজা ও দাফন মঙ্গলবার ২৮ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হবে। সোমবার বিকাল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল হাজারী। নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাদ আসর ফেনী পাইলট হাইস্কুল মাঠে জয়নাল হাজারীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহরের মাস্টারপাড়ায় মরহুমের অসিয়ত অনুযায়ী নিজ বাড়ির আঙিনায় মুজিব উদ্যানে লাশ দাফন করা হবে।

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

রাজনীতিতে একসময়ের আলোচিত ও সমালোচিত  ব্যক্তি জয়নাল হাজারী গোটা রাজনৈতিক জীবন কাটিয়েছেন ফেনী শহরের মাস্টারপাড়ায়। সেখান থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। নিজ বাড়ির সামনে তৈরি করেছেন দৃষ্টিনন্দন মুজিব উদ্যান। বঙ্গবন্ধুর নামে গড়া ওই উদ্যানে সবসময় আড্ডা দিতেন জয়নাল হাজারী।

জয়নাল আবেদীন হাজারী ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর