রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকায়

রিপোর্টার / ২ বার
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। শুক্রবার দুপুর সোয়া ২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অধ্যাপক ড. ইউনূস অন্তবর্তী সরকার গঠনের পর এই প্রথম কোনো সরকার প্রধান বাংলাদেশ সফরে এলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ৫৮ সদস্যের প্রতিনিধি দলে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, দুইজন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আরও কিছু প্রতিনিধি আছেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন। সেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পেতে পারে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার হযরত শাহজালাল বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন। অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় তার পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি।
বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। শুক্রবার (৪ ‍অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় প্রধান উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে ছাত্র এবং সাধারণ মানুষের ত্যাগ এবং পূর্ববর্তী সরকারের নৃশংসতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন।
ড. ইউনূস আরও বলেন, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক রয়েছে। এর আগে, দুই নেতা তাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে রাজাধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান। সেখানেই তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার বেলা ২টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে স্বল্প সময়ের সফরে ঢাকায় পৌঁছান। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর