বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

মালিতে বন্যায় ৩০ জনের প্রাণহানি:জরুরি অবস্থা ঘোষণা

রিপোর্টার / ২৭ বার
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

মালিতে কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ৩০ জনের প্রাণহানির পর সরকার শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। জুন থেকে দেশটিতে বন্যা শুরু হয়েছে।
দেশব্যাপী প্রায় ৭,০৭৭টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪৭,৩৭৪ জন বাস্তুচ্যুত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
রাজধানী বামাকোতে, প্রায় ৫৬৩ পরিবার এবং ৪,৬৩৯ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচজন মারা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলটি ছিল উত্তরের গাও অঞ্চল। সেখানে ৯,৯৩৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়জন মারা গেছে।
পুরো সাহেল জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। বন্যায় প্রতিবেশী নাইজারে ২১৭ জন এবং চাদে কয়েক ডজন লোক মারা গেছে।
মালির মন্ত্রিসভা প্রয়োজনীয় খাবার মজুত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য ৪ বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (৭ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর