শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

মার্কিন মন্ত্রীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র সচিব

রিপোর্টার / ১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বৈঠকে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও বিশদ আলোচনা হয়েছে। তবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

এর আগে বিকেল পৌনে ৩টায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এন চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন তাদের সঙ্গে ছিলেন।

বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দুই মন্ত্রী জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে।

এর আগে বুধবার ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই দুই কূটনীতিক। ঢাকায় আসার পরপরই তারা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর