শনিবার, ১০ মে ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

রিপোর্টার / ১৪ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোববার (৪ মে) বিইউপি ক্যাম্পাসে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ সেমিনারের আয়োজন করে।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের একত্রিকরণ নয় বরং প্রত‍্যাবাসনই একমাত্র সমাধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই মৃতপ্রায় বিষয়টিকে বিশ্বের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরেছে।

তিনি বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ‍্যানেল। করিডোরের ব‍্যাখ‍্যা বা সংজ্ঞা আলাদা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, মানবিক করিডোরের নামে মিয়ানমারে আমেরিকার হয়ে বাংলাদেশ কোনো প্রক্সিযুদ্ধে জড়াবে এটা একেবারেই অপতথ‍্য, গুজব।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে- এটাই আমাদের বিশ্বাস। আমরা মনে করি, তাদের ফিরে যাওয়ার একটি পথ আমরা খুঁজে পাবো। এটা সহজ হবে না, কিন্তু আমরা এটি বাস্তবায়ন করবো।

বাংলাদেশ মিয়ানমারের স্বার্বভৌমত্বকে শ্রদ্ধা করে এবং দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই, যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর