রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

মহাখালী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস, খুশি যাত্রীরা

ভয়েস বাংলা প্রতিবেদক / ১৪ বার
আপডেট : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

সীমিত যাত্রী নিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কাজে এসে কারফিউতে আটকাপড়ে ছিলেন।
বুধবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ চিকিৎসা নিতে ঢাকায় এসেছিলেন, কেউ আত্মীয়ের বাসায় বেড়াতে কেউবা ব্যক্তিগত কাজে। তারা সবাই কারফিউতে ঢাকায় আটকা পড়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।
নাজমা আক্তার নামে এক যাত্রী বলেন, ঢাকায় চিকিৎসক দেখাতে এসেছিলাম। গত কয়েকদিন ঢাকার পরিস্থিতি ভালো ছিল না। কারফিউতে আটকা পড়ছিলাম। এখন বাস চালু হয়েছে, তাই বাড়ি ফিরতে পারছি।
মহাখালী বাস টার্মিনালে কথা হলে এনা পরিবহনের টিকিট বিক্রেতা সাগর আলী বলেন, কয়েকদিন বন্ধ থাকার পর গাড়ি চলাচল শুরু হয়েছে। ভোর ৫ টা থেকে বাস চলছে। যাত্রীরাও আসছেন, তবে কম। যারা ঢাকায় আটকা পড়েছিলেন তারা বাড়ি যাচ্ছেন। বিকেল নাগাদ যাত্রীর সংখ্যা বাড়তে পারে।
সুমন নামের এক বাসচালক বলেন, কয়েকদিন ইনকাম পুরোপুরি বন্ধ ছিল, কষ্টেই ছিলাম। ঘর থেকে বের হতে পারিনি। দুপুরে গাড়ি সিরিয়ালে দিলাম।
এদিকে, মহাখালী রেলক্রসিং গেটে সেনাবাহিনী ও পুলিশের অবস্থান দেখা যায়। মহাখালী থেকে বিজয় সরণী অভিমুখী প্রবেশমুখ বন্ধ রাখা হয়েছে। অন্য লেন দিয়ে গাড়ি মহাখালী প্রবেশ করতে পারছে। তাছাড়া মহাখালী ফ্লাইওভার থেকে যেসব গাড়ি নামছে সেগুলো বিজয় সরণী অভিমুখে যাত্রা করতে পারছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর