শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

মস্কো প্রতিযোগিতায় বাংলাদেশের ‘লতিকা’

রিপোর্টার / ২৯ বার
আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

রাশিয়ার অন্যতম মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হলো বাংলাদেশের ‘লতিকা’। খবরটি নিশ্চিত করেছেন এর নির্মাতা ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। সত্যতা মিলেছে উৎসবের ওয়েবসাইটেও।
নির্মাতা জানান, ‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় প্রাণী দিয়ে মাছ শিকার করা জেলে। তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে টানাপোড়নের সংসারের জীবনচিত্র তুলে ধরা হয়েছে ‘লতিকা’য়।
নির্মাতা স্বপন বলেন, এমন খবরে খুবই আনন্দিত আমি। জানান, ‘লতিকা’ চলচ্চিত্রটি উৎসবে প্রদর্শনী হবে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়। এতে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চিলি, চীন, ফ্রান্স, জর্জিয়া, ইরান, ইতালি, কুর্দিস্তান, মলদোভা, নেদারল্যান্ডস, পাকিস্তান, রাশিয়া, স্পেন, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের চলচ্চিত্র স্থান পেয়েছে।
৫ সেপ্টেম্বর থেকে উৎসব শুরু হবে, শেষ হবে ১৫ তারিখ। ‘লতিকা’ এ বছর সুইজারল্যান্ডের জনপ্রিয় ৫৫তম ভিশনস দু রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিসিয়াল ভাবে জায়গা করে নেয়। তাছাড়া ইংল্যান্ডের ২৩তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব, লন্ডন ডিভি চলচ্চিত্র উৎসব এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর