ভেঙে গেছে পরীমণি ও রাজের সংসার

ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজের সংসার ভেঙে গেছে! শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর তাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে, হঠাৎ গভীর রাতে পরীমণির এ ঘটনার কোনো কূল কিনারা পাচ্ছেননা তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। গভীর রাতে এই অভিনেত্রীর দেওয়া পোস্টটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনকণ্ঠ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হলে এই অভিনেত্রীকে পাওয়া যায়নি।

জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে হয় পরীমণি ও রাজের। সে বিয়েতে বর-বধু সাঁজা হয়নি তাদের। হয়নি বিয়ের তেমন আনুষ্ঠানিকতাও। ঘটা করে কাউকে জানানোও হয়নি। বিয়ের খবরের আগেই মা-বাবা হচ্ছেন সে সুখবর জানান পরীমণি ও শরিফুল রাজ। তাই ২০২২ সালের ২২ জানুয়ারি বিয়েটা আবার নতুন করে করেন পরী-রাজ।
বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।