শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০০ বার
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ। সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ধসিয়ে দিয়ে জায়গা করে নিয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে লাল-সবুজ জার্সিধারীরা। ৮-০ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা! তাতে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড অটুট থাকলো।

২০১৬ সালে একবারই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ৬ বছর পর আবারও ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ (শুক্রবার) সেমিফাইনালে সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ধসিয়ে দিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। জয়ের ব্যবধানটা চোখ ধাঁধানো, ৮-০ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা!

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশকে কোনোভাবেই আটকে রাখতে পারেনি ভুটান। আগের দিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও সাবিনা-স্বপ্নাদের সামনে খরকুটোর মতো উড়ে গেছে তারা।

সাবিনাদের আক্রমণের চাপে দিশেহারা ভুটান প্রথমার্ধেই ৪ গোল হজম করে! ম্যাচের ১ মিনিট ৩৪ সেকেন্ডেই গোল পায় বাংলাদেশ। মনিকা চাকমার থ্রু পাস থেকে ‍ভুটান গোলকিপারকে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিরাত জাহান স্বপ্না। ১৭ মিনিটে মারিয়া মান্দার ক্রসে গোলকিপারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা খাতুন। ৩০ মিনিটে মনিকার ক্রসে কৃষ্ণার লাফিয়ে ওঠা হেড এক ড্রপ খেয়ে জালে জড়ালে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।

পাঁচ মিনিট পর মনিকার থ্রু পাস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি ভুটান গোলকিপার। ঋতুপর্ণা চাকমা বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে ফাঁকায় বল জালে জাড়ান।

বিস্তারিত আসছে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর