বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

ভারত সফরে আসছেন ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

রিপোর্টার / ২ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড তার এশিয়া সফর শুরু করেছেন। আমেরিকার ন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টর তুলসী গার্বাড আসবেন ভারতেও। ইন্দো-প্যাসেফিক সফরের বেরিয়ে অন্যান্য দেশের পাশাপাশি ভারতের মাটিতেও পা রাখবেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সেখানে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি, স্বাধীনতা এবং সমৃদ্ধির লক্ষ্যপূরণের উদ্দেশ্যেই তাঁর এই সফর।

পােস্টে তিনি জানান- জাপান, থাইল্যান্ড এবং ভারত সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ফ্রান্স যাবেন তিনি। এছাড়া পোস্টের সঙ্গে ফ্লাইটে উঠার ছবিও পোস্ট করেছেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম মার্কিন প্রশাসনের শীর্ষ কোনো কর্মকর্তা ভারতে আসছেন।

গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন।

বিভিন্ন পণ্যে শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে একাধিকবার বিষোদ্গার করেছেন ট্রাম্প। যা নিয়ে ভারতের কূটনৈতিক মহলেও চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে তুলসি ভারতে এসে কী বার্তা দেন, সে দিকেই এখন নজর সবার।

তুলসি গ্যাবার্ড এশিয়া সফর শেষ হবে ১৮ মার্চ। এদিন নয়াদিল্লিতে নিরাপত্তা কর্মকর্তাদের একটি বহুজাতিক সম্মেলনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে গ্যাবার্ড ভারতীয় কর্মকর্তা এবং অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সূত্র: নিউইয়র্ক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর