বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে এনসিপি: ফারুক ধাক্কা মেরে’ সড়ক থেকে শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু দেশে নিরাপত্তারক্ষীদের জীবনেরই নিরাপত্তা নেই: জি এম কাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহও হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব পাকিস্তানি রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ঢাকায় ধর্ষণবিরোধী আন্দোলনে হামলা, জড়িতদের বিচার দাবি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে সংবাদের প্রতিবাদ

ভারতে বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

ভারতের লোকসভায় কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা? নির্বাচনি ফলাফল ঘোষণার পরপরই এ নিয়েও বেশ শোরগোল উঠেছে ভারতের রাজনীতিতে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব পাস হয়েছে।
শনিবার (৮ জুন) দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মণীশ তিওয়ারি, ডি কে শিবকুমার এবং রেভান্থ রেড্ডি উপস্থিত ছিলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
রাহুলকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতার। বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে বলেন, লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।
কংগ্রেস এমপি কুমারী সেলজা বলেছেন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সবার ইচ্ছার কথা জানানো হয়। আমরা রাহুল গান্ধীকে বিরোধীদলীয় নেতা হিসেবে দেখতে চেয়েছি।
ভারতের কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনও একক দলকে মোট ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। কিন্তু গত দুই লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনও দল তা পূরণ করতে পারেনি। ফলে ২০১৪ সাল থেকে বিরোধীদলীয় নেতাশূন্য ছিল লোকসভা। এবার কংগ্রেস ৯৯টি আসন পাওয়ায় সেই অবস্থার অবসান হতে যাচ্ছে। রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরালার ওয়ানাদ থেকে লোকসভা নির্বাচনে জিতেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর