শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

ভারতে চতুর্থ দফার ভোটে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে হট্টগোল

ভয়েস বাংলা প্রতিবেদক / ৫০ বার
আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। তবে সোমবার (১৩ মে) ভোট উপলক্ষ্যে অন্ধ্র প্রদেশের একটি কেন্দ্রে মারধড় ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এছাড়া পশ্চিমবঙ্গের একটি কেন্দ্র থেকে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার তেনালির এক ভোট কেন্দ্রে শাসক দল তেনালির ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক এ শিবকুমার এক ভোটারকে চড় মারেন। তাকেও পাল্টা চড় মারেন ওই ভোটার। সঙ্গে সঙ্গেই তার সমর্থকরা ওই ভোটারের ওপর ঝাপিয়ে পড়েন। এই ঘটনার ১০ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে এই মারধর থামানোর চেষ্টা করতে দেখা যায়। আক্রান্ত ভোটারকে উদ্ধার করতে অবশ্য কোনও নিরাপত্তা কর্মীকে দেখা যায়নি। হাতাহাতি শুরু হওয়ার আগে ঠিক কী হয়েছিল তা স্পষ্ট নয়। তবে, ভোটারের উপর বিধায়কের আক্রমণ সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে।
অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসন এবং ১৭৫টি বিধানসভা আসনে সোমবার ভোট গ্রহণ চলছে।ভোটে প্রতিদ্বন্দ্বিতা চলছে ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে বিজেপি এবং এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টির মধ্যে।
এদিকে বীরভূমের ইলামবাজারের ২৫ নম্বর বুথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারকে।ওই বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছিল। ওয়েব কাস্টিং ও সংবাদমাধ্যমগুলোর ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ভোটারদের ধরে ধরে বুথের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি, ভোটারদের সঙ্গে ইভিএমের সামনে পৌঁছে যাচ্ছেন কেউ কেউ। আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, কোন বোতাম টিপতে হবে, কোথায় ভোট দিতে হবে। প্রিসাইডিং অফিসারের সামনেই এ সব ঘটনা চলতে থাকে। তিনি কাউকে বাধা দেননি। ফলে তাকে সরিয়ে রিজার্ভ রাখা অন্য এক ভোট কর্মীকে ওই কেন্দ্রে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর