মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

ভারতের কাছে হেরে দুঃসংবাদ পেল বাংলাদেশ

রিপোর্টার / ৩২ বার
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় কিছুর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সে সিরিজের সাফল্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে চেন্নাই টেস্টে ভারতে কাছে হারতেই ছন্দপতন হলো।
ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮০ রানে হারের পর দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। চেন্নাই টেস্টের পর হালনাগাদ পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছেন শান্ত-মুমিনুলরা।
অন্যদিকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত। বর্তমানে তাদের পয়েন্ট ৭১.৬৭%। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০%। গল টেস্টে রোমাঞ্চকর এক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষ দুইয়ের দৌড়ে ভালোভাবেই টিকে আছে শ্রীলঙ্কা। বর্তমানে তাদের পয়েন্ট ৫০%।
৪র্থ এবং ৫ম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ৪২.৮৬% পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে কিউইরা। খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ডও, তাদের পয়েন্ট ৪২.১৯%।
ছয়ে নেমে যাওয়া বাংলাদেশের পয়েন্ট এখন ৩৯.২৯%। শান্তদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রোটিয়ারা, তাদের পয়েন্ট ৩৮.৮৯%। ভারত সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর