শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

ভারতের এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয়: নিরাপত্তা উপদেষ্টা

রিপোর্টার / ৭ বার
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বিএসএফের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, ভারত থেকে এভাবে পুশইন (অবৈধ অনুপ্রবেশ) করাটা সঠিক প্রক্রিয়া নয়।

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে সেদেশের নাগরিকসহ লোকজনকে পুশইন করার বিষয়ে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করবো। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।

এটা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

পররাষ্ট্র সচিব পরিবর্তন হচ্ছে কি না জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, সে রকম কিছু হলে তো আপনারা জানবেন।

বুধবার (৭ মে) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। এছাড়া কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জনকে পুশইন করা হয়েছে, যাদের রোহিঙ্গা বলছে বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর