ভাড়াটে ওয়াগনার প্রসঙ্গে পুতিন-লুকাশেঙ্কোর বৈঠক

বিতর্কিত সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনার ইস্যুতে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। অর্থনৈতিক সহযোগিতা ও বহিরাগত হুমকি নিয়ে তাদের মুখোমুখি বৈঠক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ।
পুতিনের সঙ্গে আলোচনার জন্য গত রবিবার সেন্টপিটার্সবাগে সফরে যান লুকাশেঙ্কো।
পেস্কভ বলেন, দুইজনের আলোচনায় নতুন কোনও চুক্তি হয়নি। ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রসঙ্গে আলোচনা হয়েছে। বাণিজ্য ও অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা নিয়েও আলাপ হয় দুই নেতার।
গত মাসে রাশিয়া ওয়াগনারের বিদ্রোহ অবসানে পদক্ষেপ নেওয়ায় লুকাশেঙ্কোকে ধন্যবাদ দিয়েছে ক্রেমলিন। কারণ ওয়াগনার নেতা ইয়েভজেনি প্রিগোজিনকে বেলারুশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন তিনি। সম্প্রতি পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বেলারুশের প্রতি কোনও আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে।