ব্রিকসে বাংলাদেশ যুক্ত হলে সহযোগিতার নতুন দুয়ার খুলবে

অর্থনেতিক জোট ব্রিকসে বাংলাদেশ যুক্ত হলে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে এবং ব্রিকসের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি।
রাশিয়ায় ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলনে মঙ্গলবার (১২ জুন) বাংলাদেশের পক্ষ থেকে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের আমন্ত্রণ থাকলেও তিনি হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার স্থলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দীপু মনি।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ‘ব্রিকস ডায়ালগ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিস’ শীর্ষক এক অনুষ্ঠানে দীপু মনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি হয়েছে। বাংলাদেশের মধ্যবিত্ত ও টেকসই উন্নয়ন অগ্রযাত্রা থেকে ব্রিকস অনেক কিছু পেতে পারে।
রাশিয়ার বৈঠকে আশা প্রকাশ করা হয়, ব্রিকস নতুন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থার সূচনা করবে। সংস্থাটির আকার বাড়লে এর গতিশীলতা আরও বাড়বে।
বিকাশমান অর্থনীতির জন্য গঠিত পাঁচ দেশের জোট ‘ব্রিকস’ নামে পরিচিত। সংস্থাটির সদস্যরা হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। গত বছর সম্প্রসারণ হয়ে নতুন পাঁচটি দেশ এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।