মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

বৈশ্বিক সংঘর্ষ নিয়ে পুতিনের সতর্কবার্তা

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

পশ্চিমারা বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বাড়োচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৯ মে) নাৎসি বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ জয়ের উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে এই অভিযোগ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
রুশ এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাতে পারবে না কেউ। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে বিরুদ্ধে অগ্রগতির করেছে রুশ সেনারা। দেশটির এই অগ্রগতিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘অহংকারী’ পশ্চিমারা নাৎসি বাহিনীকে সাবেক সোভিয়েত ইউনিয়ন কীভাবে পরাজিত করেছিল সে কথা ভুলে গেছে এবং তার বিশ্বে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে।
মে মাসের একটি বিরল তুষারঝড়ের মধ্যেই সারিবদ্ধ সেনাদের পর্যবেক্ষণ করছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এসময় রেড স্কয়ারের মঞ্চে দাঁড়িয়ে পুতিন বলেন, আমরা জানি এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা কি ধরনের ফল বয়ে আনে। বিশ্বব্যাপী সংঘর্ষ রোধে যা যা করা দরকার তার সবকিছু করবে রাশিয়া। তিনি বলেন, একইসঙ্গে আমাদের হুমকি দেওয়ার স্পর্ধা কেউ দেখাতে পারবে না। আমাদের কৌশলগত বাহিনীরা যুদ্ধ করতে সদা প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর