বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

‘বীর-জারা’ মুক্তির ২০ বছর পর বিশ্ব রেকর্ড

রিপোর্টার / ৭ বার
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বলিউড বাদশাহ শাহরুখ খান ও প্রীতি জিনতার কালজয়ী সিনেমা ‘বীর-জারা’ প্রায় ২০ বছর পর পুনরায় মুক্তি পেয়েছে। এবং ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সফলও হয়েছে। ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেছে। এর আগে ছবিটি বিশ্বব্যাপী ৯৭ কোটি টাকা আয় করেছিল। ২০ বছর পর সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
‘৯০ দশকের বেশ কিছু ছবির গল্প আজও মানুষের মন ছুঁয়ে যায়। কিছু ভালো সিনেমা পুনরায় মুক্তি পেলে এখনো দেখতে হলমুখী হন সবাই। এমনই একটি সিনেমা শাহরুখ খান ও প্রীতি জিনতার ‘বীর-জারা’ আবারও মুক্তি পেয়েছে। শাহরুখ-প্রীতি ছাড়াও এ ছবিতে রয়েছেন রানি মুখার্জি। ২০ নভেম্বর ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বীর-জারা’ সিনেমাটি ২০ বছর পর ১৩ সেপ্টেম্বর ২০২৪-এ পুনরায় মুক্তি পায়। এই চলচ্চিত্র বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল।
স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান, প্রীতি জিনতা এবং রানি মুখার্জি অভিনীত ‘বীর-জারা’ পুনরায় রিলিজের পর বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করেছে। ছবিটি ইতোমধ্যে মোট ১০১.৭৫ কোটি টাকা আয় করেছে। রিপোর্ট অনুসারে, সিনেমাটি এর আগে বিশ্বব্যাপী ৯৭ কোটি টাকা আয় করেছিল। ভারতে ছবিটি ৪২.৪০ কোটি রুপি আয় করেছিল। সিনেমাটি প্রায় ২.৫০ কোটি রুপি আয় করেছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১০১.৭৫ কোটি রুপি আয় করেছে। প্রসঙ্গত ছবিটি শুধু বিদেশেই ৩৭ কোটি রুপি আয় করেছে।
ছবিটি অক্ষয় কুমারের ‘অ্যায়তরাজ’-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছিল। যেখানে কারিনাকেও অভিনয় করতে দেখা গিয়েছিল। মজার ব্যাপার হলো— ২০ বছর পরও এই ছবির মুখোমুখি কারিনার ‘দ্য বার্মিংহাম মার্ডারস’। তবে এবার ২০ বছর পর ছবিটি ১০০ কোটির ঘরে পা রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর