বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিভুক্ত হয়েছেন ২১ জন ক্রিকেটার। শনিবার (২১ জানুয়ারি) ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
এদিকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিনটি ফরম্যাটেই আছেন ৪ জন ক্রিকেটার। এছাড়া টেস্ট ও ওয়ানডে চুক্তির অধীনে আছেন দুই জন। টেস্ট ও টি-টোয়েন্টিতে আছেন দুই জন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন তিন জন। গত বছরও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। তবে সংখ্যা অপরিবর্তিত থাকলেও ক্রিকেটারে এসেছে পরিবর্তন।
টেস্ট: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
ওয়ানডে: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ।