শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

বিএনপি ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে: কাদের

ভয়েস বাংলা প্রতিবেদক / ৫০ বার
আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ভাটা পড়েছে বিএনপির। এ জন্য তারা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে। বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও সচিবালয় বহুমুখী সমবায় সমিতির যৌথ এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।

ওবায়দুল কাদের বলেন, ভয়াবহ করোনায় সময়ও তিনি কোনও কথা বলেননি। আমাদের দেশে রক্তের বন্যা বইয়ে যায়, ড. ইউনূস কথা বলেননি। যে মানুষ আমার সুখে-দুঃখে নেই, সেই মানুষটির জন্য আমাদের এত মায়াকান্না কেন? তিনি বলেন, নোবেল পেয়ে অপরাধ করেও অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনে আছে? শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন যিনি, তার মতো নোবেল বিজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন কী? নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতির স্পেস কিনতে দুই মিলিয়ন ডলার লাগে, সেই টাকা কোথায় পেয়েছেন?
ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। তাই ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন। ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছেন। ওয়ান-ইলেভেনে ইউনূস কম চেষ্টা করেননি। সেই নাগরিক ঐক্য। তখনো তার খায়েস ছিল, সেই খায়েস পূর্ণ হয়নি। তিনি বলেন, তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই অশুভ খেলা আমরা খেলতে দেব না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে মানুষ একটা শোকও প্রকাশ করেনি। চার জাতীয় নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে, একটা কথাও বলেননি। এই ড. ইউনূস আমাদের শহীদ মিনারে যান, কোনোদিন গেছেন? জাতীয় স্মৃতিসৌধে যান, কোনোদিন গেছেন? আমাদের বন্যা, জলোচ্ছ্বাসে তিনি কখনো এসেছেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর