বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থা আরও ভয়াবহ হবে

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে, খারাপ অবস্থার ধারাবাহিকতা সৃষ্টি হবে। তিনি বলেন, বিএনপি বিনা বিচারে হত্যা শুরু করেছিল, আওয়ামী লীগ এসে তারই ধারাবাহিকতা রক্ষা করছে।
রবিবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জিএম কাদের এসব কথা বলেন। মতবিনিময় সভায় জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
জিএম কাদের বলেন, কাউকে ক্ষমতায় নিতে বা ক্ষমতাচ্যুত করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে। তিনি বলেন, আমরা কারও আস্থা অর্জন বা কারও বিরাগভাজন হতে রাজনীতি করি না। জাতীয় পার্টি দেশ ও মানুষের স্বার্থে কাকে সমর্থন দেবে, তাও পরে বিবেচনা করা হবে। জাতীয় পার্টি স্বতন্ত্র আদর্শ নিয়ে রাজনীতির মাঠে আছে। দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না।