শনিবার, ০৩ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল

রিপোর্টার / ৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ মে) বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই নয়াপল্টন এলাকা দলটির নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

সমাবেশে যোগ দেওয়া দলটির নেতা-কর্মীরা বলেন, দুপুর ১২টার পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন তারা। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্বপালন করতে দেখা গেছে।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে।

দেশাত্মবোধক গান ও গণসংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।

উৎসবমুখর এ সমাবেশে নেতাকর্মীরা মাথায় লাল, সবুজ, কালো, সাদা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে অবস্থান করছেন এবং বিভিন্ন স্থানে চলছে স্লোগান, দলীয় সংগীত ও ঢাক-ঢোলের শব্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর