সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

বিএনপির পতন শুরু হয় আমাদের কথা শোনা বন্ধ করার পর’

রিপোর্টার / ৮ বার
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, এই গণঅভ্যুত্থান কখনও সফল হত না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে আগের সরকারের বিরুদ্ধে না থাকতো।

তিনি আরও বলেন, যারা এখনও ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে।

বাহাত্তরের সংবিধান নিয়ে বলেন, এটি জনগণের সংবিধান ছিল না, এটি করা হয়েছিল দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেয়ার জন্য।

বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে ফরহাদ মজহার বলেন, ড. ইউনূসকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে। সেইসাথে এই সরকার রক্ত দিয়ে নির্বাচিত বলেও উল্লেখ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর