বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে ভারতের ৯ বিশ্ব রেকর্ড

রিপোর্টার / ৬ বার
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ভারতীয় ব্যাটসম্যানরা যা শুরু করেছিলেন, দেখে মনে হচ্ছিল টিভিতে সরাসরি কোনো টেস্ট ম্যাচ নয়, টি-টেন ম্যাচের হাইলাইটস চলছে!
শুরুর দিকে বেধড়ক পিটুনি খাওয়ার পর অবশ্য বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন। সাকিব-মিরাজ-হাসানরা অল্প সময়ের মধ্যে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে জুটি বেঁধে বিরাট কোহলি ও লোকেশ রাহুল আবারও মারমুখী ব্যাটিং করে গেছেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলে বাংলাদেশের চেয়ে ৫২ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ভারত। তবে কানপুর টেস্টের চতুর্থ দিনে আজ বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনীতে এরই মধ্যে নয়টি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে স্বাগতিকেরা। বিশ্ব রেকর্ডের শুরুটা হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সৌজন্যে। পরের ৮টি হয়েছে দলীয়ভাবে।
ইনিংসে নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা মেরেছেন রোহিত। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে চতুর্থবার। তবে রোহিতই একমাত্র ওপেনার, যিনি মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা মেরেছেন। নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলে পেসারকে ছক্কা মারা প্রথম ব্যাটসম্যানও রোহিত। ৬ মাস পর টেস্ট খেলতে নামা খালেদ আহমেদের প্রথম বলটি লং অনের ওপর দিয়ে ওড়ান ‘হিটম্যান’, পরের ছক্কাটি মারেন ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে।
এই কীর্তি গড়া অন্য তিনজন ওয়েস্ট ইন্ডিজের ফোফি উইলিয়ামস এবং ভারতের শচীন টেন্ডুলকার ও উমেশ যাদব। চারবারই ব্যাটসম্যানরা ছিলেন স্বাগতিক দলের। তবে তিনটি ঘটনা এই শতাব্দীর—কানপুরে আজ রোহিতের আগে ২০১৯ সালে রাঁচি টেস্টে উমেশ যাদব প্রথম দুই বলেই ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জর্জ লিন্ডার ওভারে। ২০১৩ সালে চেন্নাই টেস্টে টেন্ডুলকার মেরেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নাথান লায়নের বলে।
ফোফি উইলিয়ামস এই কীর্তি গড়েন ১৯৪৮ সালে ব্রিজটাউন টেস্টে। বোলার ছিলেন ইংল্যান্ডের জিম লেকার। সেই লেকার, যিনি ৪ বছর পর টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেটই নিয়েছিলেন। উইলিয়ামস-লেকার দুজনই অনেক আগেই ওপারে পাড়ি জমিয়েছেন।
ভারতের পরের আটটি বিশ্ব রেকর্ড অদূর ভবিষ্যতে কোনো দল ভাঙতে পারবে বলে মনে হয় না। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—সব রেকর্ড এখন ভারতের দখলে।
এ ছাড়া টেস্টে যেকোনো উইকেটে ৫০ ছাড়ানো দ্রুততম জুটি, এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা ও পূর্ণাঙ্গ ইনিংসে সর্বোচ্চ রান রেট—এই রেকর্ডগুলোতে এখন সবার ওপরে ভারতের নাম।
ভারতের ইনিংসে ওভারপ্রতি রান। টেস্ট ইতিহাসে পূর্ণাঙ্গ ইনিংসে যা সর্বোচ্চ। আগের রেকর্ডও ভারতের—৭.৫৪, ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ ওভারেই ১৮১ রান করেছিল ভারত।
যেকোনো উইকেটে ৫০ ছাড়ানো জুটিতে রোহিত রোহিত-জয়সোয়ালেরটাই এখন দ্রুততম। উদ্বোধনী জুটিতে আজ দুজন মিলে করেন ২৩ বলে ৫৫ রান; রান রেট ১৪.৩৪!
রোহিত-জয়সোয়াল আজ বাংলাদেশের বিপক্ষে যে রেকর্ডটা ভেঙেছেন, তা মাত্র ২ মাস আগেই হয়েছিল। গত জুলাইয়ে এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ১০ উইকেটের জয়ের দিনে অধিনায়ক বেন স্টোকস বেন ডাকেটকে নিয়ে ওপেনিংয়ে নেমে গড়েছিলেন ৪৪ বলে ৮৭ রানে অবিচ্ছিন্ন জুটি, রান রেট ছিল ১১.৮৬।
টেস্টে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছক্কা
ছক্কা দল সাল
৯৬* ভারত ২০২৪
৮৯ ইংল্যান্ড ২০২২
৮৭ ভারত ২০২১
নিজেদের ইনিংসে আজ ১১টি ছক্কা মেরেছে ভারত। এর মধ্যে ইনিংসের দশম ওভারের মেহেদী হাসান মিরাজের বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে ভারতকে আরেকটি বিশ্ব রেকর্ড গড়তে সহায়তা করেছেন জয়সোয়াল। সেটি ছিল এ বছর টেস্টে ভারতের ৯০তম ছক্কা, যা এক পঞ্জিকা বর্ষে যেকোনো দলের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ইংল্যান্ডের, ২০২২ সালে ৮৯টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর