শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জাতিসংঘ মহাসচিবের

রিপোর্টার / ০ বার
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

চার দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যানোনিও গুতেরেস। এরই মধ্যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারেও পৌঁছে গেছেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরই জাতিসংঘ মহাসচিব তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কর্মরদনের ছবি পোস্ট করে লিখেছেন, বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ পাশেই থাকবে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সংকট ও অন্তর্বর্তী সরকারের অধীন বাংলাদেশকে এগিয়ে নেওয়াসহ নানা বিষয়ে আলোচনা ককরম তারা।
সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ওই বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জাতিসংঘ মহাসচিব গুতেরেস লিখেছেন, উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানিয়ে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, বাংলাদেশ যখন গুরুত্বপূর্ণ সংস্কার ও পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, এমন সময়ে টেকসই ও সবার জন্য সমতাভিত্তিক একটি ভবিষ্যতের জন্য জাতিসংঘের ওপর ভরসা রাখতে পারেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের পথে রওয়ানা দেন। দুপুর ১টার দিকে বিমানটি কক্সবাজারে অবতরণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বীরপ্রতীক ফারুক ই আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব সরাসরি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চলে গেছেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরে সন্ধ্যায় প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। প্রধান উপদেষ্টাও অন্যান্য কর্মসূচি শেষে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে।

অ্যান্তোনিও গুতেরেসের এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। সাত বছর আগে তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) তিনি চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। এ দিন বিকেলে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর