সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

বজরঙ্গি ভাইজান’ নিয়ে সুখবর দিলেন সালমান

ভয়েসবাংলা প্রতিবেদক / ১২১ বার
আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

২০১৫ সালের ‘বজরঙ্গি ভাইজান’কে ধরা হয় অভিনেতা সালমান খানের অন্যতম সেরা ছবি। অনেক ভক্তই এখনও বুঁদ সেই কাজে। এবার তাদের জন্য সুখবর দিলেন সল্লু। জানালেন, আবার বড় পর্দায় ‘ভাইজান’ হয়ে ফিরছেন তিনি। কারণ নির্মাণ করা হচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল। কবির খান পরিচালিত এই ছবির কাজ শুরু হচ্ছে আবারও।

সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ‘আরআরআর’ সিনেমার প্রচারের জন্য এক অনুষ্ঠানে এমন তথ্যই দেন সালমান। এতে ছিলেন ছবির পরিচালক, প্রযোজক ও অভিনেতারাও। জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট এবং করণ জোহরদের উপস্থিতিতে নতুন করে ‘বজরঙ্গি ভাইজান’কে পর্দায় আনার ঘোষণা দেন তিনি। ‘আরআরআর’ ছবির পরিচালক এস এস রাজামৌলীর বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এর গল্প লিখবেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির গল্পকারও ছিলেন তিনি।

আগের ছবিতে দেখা গিয়েছিল, ভারতে হারিয়ে যাওয়া ছোট্ট মুন্নিকে (হারশালি মালহোত্রা) তার বাড়ি পাকিস্তানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় পবন ওরফে বজরঙ্গি। সহজ-সরল এ মানুষটিই ভারত-পাকিস্তানের রাজনীতির শিকার হতে থাকে। এমনকি তাকে মুখোমুখি হতে হয় দ ‘দেশের বাহিনীদের বিপরীতেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর