সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

বঙ্গমাতার নামে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নামকরণ

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৯৯ বার
আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

নতুন নামকরণ হলো সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের অনুমতি দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

সিলেট-৩ আসনে উপ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান সংসদে যোগ দিয়েই সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নামকরণের প্রস্তাব আনলে তা গৃহীত হয়। এরপর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তা অনুমোদন হয়। এরপর গত ২৮ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’র সদস্য সচিব বরাবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর আবেদন করেছিলেন।

এদিকে, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের অনুমোদন দেওয়ায় ট্রাস্টের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। সেইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাচার্য।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বঙ্গমাতার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিবের নামে নামকরণের প্রস্তাব করেন। এরপর এই দাবির সঙ্গে একমত পোষণ করে আধাসরকারিপত্র (ডিও) দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর