বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব

রিপোর্টার / ১৮ বার
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্ন সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়টি অগ্রহণযোগ্য। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গাজা সংকটের ক্ষেত্রে সৌদি আরবের নীতিতে কোনও দ্বিধা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামে ফয়সাল বিন ফারহান বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শুধু ঝুঁকির মধ্যে নয়, বরং এটি আলোচনাতেই নেই। তিনি বলেন, আমি বলব, এটি শুধু সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণের প্রশ্ন নয়; যদি আমরা ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না করি, তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে।
প্রিন্স ফয়সাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে আহ্বান জানান যে, ফিলিস্তিনিদের ‘তাদের অধিকার ও রাষ্ট্র’ প্রদানের মাধ্যমে নৈতিক দায়িত্ব পালন করতে হবে।
গত সেপ্টেম্বরে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের সম্ভাবনার কথা তুলে ধরলেও অক্টোবরের ৭ তারিখ হামাসের আক্রমণের পর আলোচনা স্থগিত হয়। এর পর গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় মৃত্যু বাড়তে থাকায় সৌদি আরব অন্যান্য আরব ও ইসলামিক দেশের সঙ্গে মিলে ইসরায়েলের নিন্দা জানায়।
বৃহস্পতিবার প্রিন্স ফয়সাল বলেন, গাজা ও ফিলিস্তিন নিয়ে সৌদি নীতিতে কোনও ধরনের দ্বিধা নেই। আমরা শুরু থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছি। ৭ অক্টোবরের ঘটনার পরও আমরা স্পষ্ট করেছি যে ইসরায়েলের অতিরিক্ত প্রতিক্রিয়া অত্যন্ত বিপজ্জনক।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী উত্তর গাজায় ইসরায়েলের অবরোধ ও সামরিক হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। লেবাননে যুদ্ধবিরতি ও ইসরায়েলি হামলা বন্ধের আহ্বানও জানান তিনি।
প্রিন্স ফয়সাল বলেন, আমরা কোনও সরাসরি আলোচনার অংশ নয়। তবে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করি। গাজার জন্যও একই প্রত্যাশা। তিনি বলেন, রিয়াদ কখনও লেবানন থেকে বিচ্ছিন্ন হয়নি এবং বাইরের শক্তিগুলোর জন্য লেবাননের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের কোনও অধিকার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর