ফিলিস্তিনিদের মনোবল এখনও দৃঢ় এবং অটল: প্রিয়াঙ্কা গান্ধী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক রাতেই নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। নারকীয় এই তাণ্ডবকে ঘিরে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে ফিলিস্তিনি জনগণের প্রশংসা করে তিনি বলেন, “তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।”
তিনি এই হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে উল্লেখ করে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, “তাদের কর্মকাণ্ড প্রতীয়মান হয় যে, তাদের (ইসরায়েল) কাছে মানবতার কোনও মূল্য নেই।”
বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েল সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ‘ঠান্ডা মাথায়’ হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনও মূল্য নেই।
তিনি জোর দিয়ে বলেছেন, তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে ‘কাপুরুষ’ হিসেবে প্রকাশ করে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “ইসরায়েলি সরকার কর্তৃক ১৩০ জন শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথার হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনও মূল্য রাখে না। পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে (অনেক ইসরায়েলিসহ), তারা তা দেখতে পাবে।”
কংগ্রেসের এই সাধারণ সম্পাদক আরও বলেন, “ইসরায়েলি সরকার যত বেশি অপরাধমূলক আচরণ করে, তত বেশি তারা নিজেদেরকে প্রকৃত কাপুরুষ হিসেবে প্রকাশ করে।
সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট, বিজনেস স্ট্যান্ডার্ড