প্রিপেইড সেবা চালু বিটিসিএল’র

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রিপেইড ভয়েস কল ও ইন্টারনেট সেবা প্যাকেজ চালু করেছে। ১১টি প্যাকেজের মাধ্যমে ভয়েস কল ও ইন্টারনেট সেবা (বান্ডল) দেবে প্রতিষ্ঠানটি।
রবিবার (১৭ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে বিটিসিএল’র প্রধান কার্যালয়ে এই সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব-উল-আলম, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকের দীর্ঘদিনের চাহিদাপূরণ করতে বিটিসিএল মর্ডানাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক (এমওটিএন) প্রকল্পের আওতায় গ্রাহকের জন্য প্রিপেইড সার্ভিস চালু করেছে। বিটিসিএল’র গ্রাহকরা ঘরে বসে মাই বিটিসিএল পোর্টালের (http://mybtcl.btcl.gov.bd ) মাধ্যমে পছন্দ অনুযায়ী প্রিপেইড সার্ভিস’র প্যাকেজের জন্য আবেদন করতে পারবেন। কোনও ধরনের জামানত ছাড়াই গ্রাহকরা প্রিপেইড টেলিফোন ও উচ্চগতির জিপিওএন ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে পারবেন।