শিরোনাম :
প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক নিলামে

প্রিন্সেস ডায়ানা ও যুবরাজ চার্লসের বিয়ের এক টুকরো কেক নিলাম উঠছে। ৪০ বছরের পুরনো সেই কেকের টুকরো আগামী ১১ আগস্ট নিলাম হবে, এমন খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর।
বিখ্যাত সেই রাজকীয় বিয়েতে হাতে সাদা গোলাপ-টিউলিপের তোড়া আর সাদা প্রিন্সেস গাউন, মাথায় স্পেনসার টিয়ারা পরে পরীর সাজে সেন্ট পলস ক্যাথিড্রালে এসেছিলেন প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেসের মৃত্যুর পরও সেই দৃশ্য আজও রঙিন।
১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহে আবদ্ধ হন রাজকুমারী ডায়ানা। প্রায় ৪০ বছর আগে তাদের বিবাহ উপলক্ষে ব্রিটেনের রাজবাড়িতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। কেকের এক টুকরো যত্নে রেখে দেন রানির কর্মচারী মোয়রা স্মিথ। সেই টুকরোটিই আগামী ১১ আগস্ট নিলামে তুলতে যাচ্ছে নিলাম সংস্থা ডমিনিক উইন্টার। ৩০০ থেকে ৫০০ পাউন্ডে বিক্রির আশা করছে সংস্থাটি।
মজার বিষয় হচ্ছে, কেকের টুকরো তখন যেভাবে স্লাইস করে কাটা হয়েছিল ঠিক সেরকমই আছে। মার্কিন সংবাদমাধ্যমে এসেছে, মোয়রা শুধু ওই টুকরোটি যত্নে নিজের কাছে রেখে দেন ২০০৮ সাল পর্যন্ত। পরে একজন স্লাইসটি তার থেকে চেয়ে নিজের বাড়িতে রাখেন। পরবর্তীতে নিলাম প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর