সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী চান সবাই ভালো থাকুক: শিক্ষামন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৯১ বার
আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুর মেয়েও দেশকে ভালোবাসেন। তিনি চান সবাই ভালো থাকুক। সবাই খুশি থাকবে। সবাই ভালোভাবে কাজ করবে। তাই তোমরা যখন ভালো কিছু করো, লেখাপড়া করো, ছবি আঁকো, নাচ পারো আমাদেরও তখন খুব ভালো লাগে।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের মিলনাতায়নে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। নারী ও শিশু বিষয়ক উপকমিটির আহ্বায়ক শাহনাজ পলির পরিচালনায় এসময় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও মো. আশরাফ আলী, ট্রেজারার শাহেদ চৌধুরী, কমিটির সদস্য রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

ডিপ্লোমা কোর্স ৪ বছর হওয়ার মানে হয় না: শিক্ষামন্ত্রী

দীপু মনি বলেন, ‘কামরুল হাসান, জয়নুল আবেদীনের মতো আমাদের দেশে অনেক ভালো ভালো শিল্পী হয়েছেন, তোমরাও এমন ভালো শিল্পী হবে নিশ্চয়ই। শিশুদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবন নিয়ে জানবে। উনি আমাদের কত ভালোবেসেছেন। আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন। কত কষ্ট করেছেন, সেগুলো জানতে হবে।

দেশ ও ভাষাকে ভালোবাসতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ বলছেন, একজন মানুষর তিন জন মা— যিনি জন্ম দিয়েছেন, মায়ের ভাষা, আর একটি মা আর আমাদের দেশ। আমরা যেমন নিজের মাকে ভালোবাসি তেমনই আমাদের ভাষা ও দেশকে ভালোবাসতে হবে। দেশের উপকার হয় এমন ছোট ছোট অনেক কাজ করতে হবে।

ডিপ্লোমা কোর্স ৪ বছর হওয়ার কোনও মানে হয় না

 চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. দীপু মণি বলেন  ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়াই যৌক্তিক মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ব‌লেন, যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব সেটাকে টেনে ৪ বছরে নিয়ে যাওয়ার কোনও মানে হয় না। তিনি বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশের সময় বেশি পাবে, তেমনি আর্থিকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে।

মন্ত্রী বলেন, এ কোর্স তিন বছরের হলে এর মানেরও উন্নতি হবে। বিশ্বের অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে তিন বছরের। সেখানে ডিপ্লোমা কোর্স ৪ বছরের কোনও মানে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর