জাতীয় প্রেসক্লাবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুর মেয়েও দেশকে ভালোবাসেন। তিনি চান সবাই ভালো থাকুক। সবাই খুশি থাকবে। সবাই ভালোভাবে কাজ করবে। তাই তোমরা যখন ভালো কিছু করো, লেখাপড়া করো, ছবি আঁকো, নাচ পারো আমাদেরও তখন খুব ভালো লাগে।
শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের মিলনাতায়নে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। নারী ও শিশু বিষয়ক উপকমিটির আহ্বায়ক শাহনাজ পলির পরিচালনায় এসময় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও মো. আশরাফ আলী, ট্রেজারার শাহেদ চৌধুরী, কমিটির সদস্য রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।