রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণপদক দুই চীনা আর্চারের

ভয়েস বংলা প্রতিবেদক / ১৬ বার
আপডেট : শনিবার, ২৭ জুলাই, ২০২৪

শনিবার প্যারিস অলিম্পিক গেমসের প্রথম পদক জিতেছিল কাজাখস্তান। তাদের দুই আর্চার আলেক্সান্ডার লে ও ইসলাম সাতপায়েভ ১০ মিটার মিশ্র দলগত এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। কিছুক্ষণ পর এই আসরের প্রথম স্বর্ণপদক গলায় ঝুলান একই ইভেন্টের দুই চীনা আর্চার শেং লিহাও ও হুয়াং ইউতিং।
তিন বছর আগে ১৬ বছর বয়সে টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জেতেন শেং। এবার ১৭ বছর বয়সী হুয়াংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার কিউম জি-হিউন ও পার্ক হা-জুনকে ১৬-১২ ব্যবধানে হারালেন তিনি।
এর আগে কাজাখস্তানের লে ও সাতপায়েভ বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী জার্মান ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ ও আন্না জানসেনকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে অপ্রত্যাশিতভাবে ব্রোঞ্জ জেতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর