পেরুকে হারিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

হারতে ভুলে গেছে আর্জেন্টিনা! টানা ২৫ ম্যাচ অপরাজিত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ (শুক্রবার) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ঘরের মাঠে তাদের এই জয়ের নায়ক লাউতারো মার্তিনেস। তার একমাত্র লক্ষ্যভেদেই ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। কঠিন ম্যাচ জিতে তৃপ্ত এই স্ট্রাইকার।
উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচে গোল উৎসব করেছিল আর্জেন্টিনা। ৩-০ গোলে জেতার ম্যাচেও একবার স্কোরশিটে নাম তুলেছিলেন লাউতারো। সেই এল মনুমেন্তালে আবার গোল পেলেন এবং এবার তার গোলেই এসেছে গুরুত্বপূর্ণ জয়। ৪৩ মিনিটে হেডে বল জালে জড়ান ইন্টার মিলান স্ট্রাইকার।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ১১ ম্যাচে লিওনেল স্কলানির দলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।