সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার ৪ দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর সংসদে নারী আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি অস্থিরতা কাটাতে রাজনৈতিক ঐক্য দরকার: ফখরুল সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমান ৩০০ সংরক্ষিত আসন, বিয়ে-তালাক-উত্তরাধিকারে সমানাধিকারের সুপারিশ নারীবিষয়ক সংস্কার কমিশনের বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

পুলিশকে আক্রমণ নয়, কাজ করতে দিন: আইজিপি

রিপোর্টার / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের কাজ করতে দিন, অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা সমাজ ও দেশেরই লোক। কীভাবে স্থিতিশীলতা আসবে, কীভাবে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দিকে এগোব, যদি আমাদের ওপর আস্থা না থাকে?

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ ইউনিটের বিশেষ কল্যাণ সভায় বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ৫ আগস্টের পর আমাদের অবস্থা কী ছিল, তা আপনারা জানেন। কিছু সিনিয়র কর্মকর্তার অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। ফলে সারাবিশ্বে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ পুলিশ এত নির্মম হলো কীভাবে? তিনি বলেন, কিছুসংখ্যক ব্যক্তির উচ্চাভিলাষ ও অন্যায় আনুগত্যের কারণে পুলিশ বাহিনীকে মূল্য দিতে হয়েছে। অনেক সদস্য জীবন হারিয়েছেন। যারা অন্যায় করেছেন, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। তবে যারা বাধ্য হয়ে কাজ করেছেন, তারা আদালতের ন্যায়বিচার পাবেন বলে আমি বিশ্বাস করি।
আইজিপি বাহারুল আলম বলেন, ৫ আগস্টের ঘটনার পর মানুষ পুলিশকে আগের মতো বন্ধু ভাবতে পারছে না। এখনো আইন প্রয়োগ করতে গেলে পুলিশের ওপর হামলা হচ্ছে, আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, এমনকি ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ ছাড়া কোনো সভ্য দেশ চলতে পারে না। আইনশৃঙ্খলা না থাকলে ১৮ কোটি মানুষের কেউই নিরাপদ থাকবে না।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে সহযোগিতা করুন এবং পুলিশের ওপর আক্রমণ থেকে বিরত থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর