বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

পুতিনের পাশে থাকার অঙ্গীকার ইরানের

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪৫ বার
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজেদের সমর্থনের বিষয়টি পুনঃনিশ্চিত করেছে ইরান। তেহরান জানিয়েছে, রাশিয়ায় ‘আইনের শাসন’-এর ওপর পূর্ণ আস্থা আছে তাদের।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিকে উদ্ধৃত করে জানায়, রাশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলো দেশটির অভ্যন্তরীণ বিষয়। কানানি বলেন, রাশিয়ান ফেডারেশনে আইনের শাসনকে সমর্থন করে ইরান।
ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র। এই দুই দেশের সরকারই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থন করে আসছে।
শনিবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে জড়িত একটি টেলিগ্রাম চ্যানেল জানায়, প্রয়োজনে আমরা যেমন আসাদের পতন ঠেকিয়েছি, তেমনি পুতিনের পতনও ঠেকিয়ে দেব।
ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন। তিনি জানিয়েছিলেন, রক্তপাতহীন ভাবে রাশিয়ার রোস্তভ-অন-ডনে সেনাবাহিনীর সদর দপ্তর দখল করেছে তার যোদ্ধারা। দাবি করেছিলেন, তার বিদ্রোহের সিদ্ধান্তে স্থানীয়দের সমর্থন আছে। পরে অবশ্য অবস্থান থেকে সরে আসেন প্রিগোজিন। সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর