সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

পাশের দেশে কী হয়েছে, সেটা দেখার বিষয় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস বাংলা প্রতিবেদক / ২৮২ বার
আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোথায় কী থ্রেট রয়েছে, সেটা সম্পর্কে কোনও মন্তব্য করবো না। তবে আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী সব সময় সজাগ রয়েছে। পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শুধু ধর্মীয় উৎসব নয়, যেকোনও উৎসব সিকিওর করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা মনে করি সজাগ রয়েছি। কাউকে কোনও ধরনের দুষ্কর্ম  করতে দেবো না। আর পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পৃথিবীর সব দেশে শান্তি অব্যাহত থাকুক। কোনও জায়গায় যেন জঙ্গির উত্থান না হয়। কোনও জায়গায় যেন সন্ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। এখানে অনেক ধরনের জঙ্গির উত্থান হয়েছিল। সন্ত্রাসের উত্থান হয়েছিল। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা সেগুলো কন্ট্রোলে আনতে পেরেছি। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমাদের দেশে এবারও প্রায় ৫০০ প্রতিমা তৈরি হয়েছে। সংখ্যার দিক থেকে যা গত বছরের চেয়ে বেশি। আমরা আশা করি, সবগুলো সুন্দরভাবে শেষ হবে। যারা যাবার যাবেন। লক্ষ করেছেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান এখানে ধর্মের কোনও বাধা নেই‌। আগামীতে সবাই একটি কথাই বলবেন, ধর্ম যার যার উৎসব সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর