বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দেশের সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রভাবও মনে রাখতে হবে— ভারতকে দেবপ্রিয় দিল্লি থেকে যতই ষড়যন্ত্র হোক বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশে জঙ্গি সমস্যার উত্থান হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল সোনালীকা ট্রাক্টরের সঙ্গে দেশের মাটিতে গড়ে উঠুক উদ্যোক্তাদের জীবনের নতুন গল্প। ঈদ আয়োজন আরও উজ্জ্বল হোক দিন বদলের উচ্ছ্বাসে। এ সি আই মটরস্ -এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক! #ACIMotors #Sonalika #Tractor জনবহুল রাজধানী এখন ফাঁকা : নেই চিরচেনা যানজট ৭ রাজ্য নিয়ে ইউনূসের বক্তব্যে ভারতে প্রতিক্রিয়া

পশ্চিমবঙ্গে পি কে হালদারের ঘনিষ্ঠ সুকুমার গ্রেফতার

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০৭ বার
আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

ভারতীয় নাগরিক পরিচয়ে গা ঢাকা দিয়েছিলেন কয়েকজন বাংলাদেশি। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে কয়েকশো কোটি টাকা পাচারের অভিযোগে অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভারতী ক্লাব এলাকার বাসিন্দা সুকুমার মৃধা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন শাখার অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় হানা দেয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

ইডি সূত্রে খবর, রাজারহাট, নিউটাউন, দমদম, দক্ষিণ দিনাজপুরের পোলেরহাট, অশোকনগরসহ একাধিক জায়গায় ইডি অফিসাররা তল্লাশি চালায়। সিআরপিএফ জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান করে ইডি। বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। বাংলাদেশি ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি ঋণ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে সাতসকালে হানা দিলেন ইডি’র আধিকারিকরা৷

এদিন অশোকনগরের তিনজন ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ এক ব্যবসায়ীকে আটকও করেছেন তারা৷ জানা গেছে, অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভারতী ক্লাব এলাকার বাসিন্দা সুকুমার মৃধা নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রথমে হানা দেয় ইডি৷  সুকুমার মৃধা বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের ঘনিষ্ঠজন বলে ইডির একটি সূত্রকে উদ্ধৃত করে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্রের খবর, ওই ব্যবসায়ী ভুয়া সংস্থা খুলে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে কমবেশি ৩০০ কোটি টাকা ঋণ নেন৷ সেই ঋণ শোধ না করে হাওয়ালার মাধ্যমে ঋণের টাকা ভারতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা সামনে আসতে তদন্তে নামে বাংলাদেশের আর্থিক তছরুপ সংক্রান্ত অপরাধের তদন্তের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ৷ তার মাধ্যমে বাংলাদেশের সরকার মারফত বিষয়টি ভারতে ইডি’র গোচরে আনা হয়৷ এরপরেই তদন্তে নামেন ইডি’র আধিকারিকরা৷

ইডি সূত্রে জানা গেছে, প্রশান্ত কুমার হালদার নামে এক ব্যক্তি শিবশঙ্কর হালদার নাম নিয়ে ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে একদিকে যেমন রেশন কার্ড করিয়ে নিয়েছেন, তেমনই ভোটার কার্ড, আধার কার্ডও করিয়ে নিয়েছেন। প্রশান্ত ছাড়াও প্রতীশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদারসহ আরও বেশ কয়েকজনের বাড়িতে ইডি হানা দেয়। ইডির আধিকারিকরা হানা দেন শহরের নির্মাণ সংস্থা অভিজাত কনস্ট্রাকশন কোম্পানির দফতরে। সংস্থার ডিরেক্টর অভিজিৎ সেনের বাড়িতে হানা দেন তারা। অফিসেও তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর