বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

পল্লবীতে নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

রিপোর্টার / ১ বার
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

রাজধানীর পল্লবীর গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর সংগ্রহের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই নারী সাংবাদিক।

সোমবার (১৭ মার্চ) রাতে ঘটেছে এ ঘটনা। পরে ওই নারী সাংবাদিক মঙ্গলবার (১৮ মার্চ) মামলা করেছেন। এ দিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এনামুল হক (৩৮) ও হামিদুর রহমান (৫০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আরও ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আটজনকে আসামি করা হয়েছে।

ওসি নজরুল ইসলাম বলেন, মাটিকাটা এলাকায় এক নারীকে যৌন হয়রানির তথ্য পেয়ে সেখানে গিয়েছিলেন ওই নারী সাংবাদিক। ধারণা করছি, আসামিদের কেউ পরিকল্পনা করে ওই নারীকে ডেকে নেন। তারপর তাকে বারনটেক এলাকার একটি আবাসন প্রকল্পের নির্মাণাধীন ভবনে আটকে রেখে ধর্ষণ করা হয়।

সকালে ৯৯৯-এ ফোন করলে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সেখানে যায়। পরে ঘটনাস্থল পল্লবী থানায় হওয়ায় ক্যান্টনমেন্ট থানার পুলিশরা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পল্লবী থানায় দিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর